ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.আব্দুল ওয়াদুদের ইন্তিকাল

0

 

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক, যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির ভাই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. আব্দুল ওয়াদুদ স্ট্রোক করে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার ভোরে তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাসপাতাল থেকে মরদেহ যশোরের শার্শা উপজেলার বাঁগআচড়া ইউনিয়নের সোনাতনকাঠি গ্রামে আনা হয়। সেখানে বাদ আসর গুণী শিক্ষকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।