ডুমুরিয়ায় কৃষি সেমিনার অনুষ্ঠিত

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় লুমিনাস গ্রুপের আয়োজনে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও কৃষির উন্নয়নকল্পে কৃষি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার চুকনগর আদর্শ প্যালেস হলরুমে এ সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন লুমিনাস গ্রুপের রিজিওনাল ইনচার্জ ইয়াসিন সরদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমীন। প্রধান আলোচক ছিলেন লুমিনাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসেন। বিশেষ আলোচক ছিলেন লুমিনাস গ্রুপের ডিরেক্টর (অ্যাডমিন) আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমীন, ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহা, শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক আব্দুল কাইয়ুম জমাদ্দার, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, চুকনগর প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমীন, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের জেনারেল ম্যানেজার এসএম বায়েজিদ হুসাইন, সাংবাদিক বিলায়েত হোসেন, মঈন উদ্দিন প্রমুখ।