সরকারের উন্নয়ন দুর্নীতির কারণে চাপা পড়ে যাচ্ছে : ভূমিমন্ত্রী

0

 

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সরকারের উন্নয়ন দুর্নীতির কারণে চাপা পড়ে যাচ্ছে। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। ইতোমধ্যে সিভিল প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সম্পদের তদন্ত শুরু হয়েছে। আবার পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ ও ব্যাবসায়ীদের মধ্যে যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এ আসনের মধ্যে ডুমুরিয়া সন্ত্রাসমুক্ত হলেও ফুলতলাতে সন্ত্রাসী কর্মকা- রয়েছে। অবিলম্বে সন্ত্রাসী, ভাড়াটিয়া খুনি ও তাদের গডফাদার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।
শনিবার ফুলতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃণাল হাজরার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. তারিক হাসান মিন্টু, জেলা সদস্য বিলকিস আক্তার ধারা, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ইমাম হোসেন মোড়ল, কামরুজ্জামান নান্নু প্রমুখ। পরে মন্ত্রী ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করেন।