কোটা আন্দোলন যশোর বিশ^বিদ্যালয়ে ৭ দিন ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা

0

যবিপ্রবি সংবাদদাতা॥ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অল্প সময়ের জন্য যশোর-চৌগাছা সড়ক অবরোধ করেন কোটা আন্দোলনকারী যবিপ্রবির শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক। সকল ক্ষেত্রে মেধাবীদের অধিকার নিশ্চিত করতে হবে। নতুবা ২০১৮ সালের চেয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবো আমরা। এসময় সমন্বয়ক সদস্যরা আগামী ৭ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে বিক্ষোভ করে যবিপ্রবি শিক্ষার্থীরা এবং রাতে শহীদ মিনার চত্বরে মশাল জ্বালিয়ে মিছিল করেন তারা।