চৌগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধুলিয়ানী ও নারায়ণপুরের জয়

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
দিনের প্রথম খেলায় অংশ নেয় পাতিবিলা ইউনিয়ন ফুটবল একাদশ ও ধুলিয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ধুলিয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৩ গোলে প্রতিপক্ষ পাতিবিলা ইউপি ফুটবল একাদশকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে।
অপর খেলায় অংশ নেয় নারায়ণপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার শুরুতে উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলতে থাকে। কিন্তু নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় খেলার ফলাফল মীমাংসা হয় টাইব্রেকারে। টাইব্রেকারে নারায়ণপুর ইউপি ফুটবল একাদশ ৪-৩ গোলের ব্যবধানে সুখপুকুরিয়া ইউনিয়ন ফটুবল একাদশকে হারিয়ে সেমিফাইল নিশ্চিত করেন।