চৌগাছায় অনূর্ধ্ব-১৭ ফুটবলের উদ্বোধন

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে। বুধবার বিকেলে চৌগাছার ঐতিহ্যবাহী সরকারি শাহাদৎ পাইলট মডের মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অংশ নেয় পাতিবিলা বনাম জগদীশপুর ইউনিয়ন ফুটবল একাদশ। অপর ম্যাচে অংশ নেয় সুখপুকুরিয়া ফুটবল একাদশ বনাম চৌগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ।
উদ্বোধনী খেলায় অংশ নিয়ে পাতিবিলা ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলা শুরুর ৫ মিনিটে পাতিবিলা ফুটবল একাদশের সোহেল রানা চোখ ধাঁধানো গোলটি করে। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ১-০ গোল নিয়ে মাঠ ছাড়ে পাতিবিলা ফুটবল দল।
অপর ম্যাচে অংশ নেয় চৌগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ ও সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। এ খেলায় সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, সুখপুুকরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, জগদীশপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মমিনুর রহামনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথম দিনের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মমিনুর রহমান মমিন ও জাফর ইকবাল লিটন।