জীবননগরে বিএনপির কার্যালয়ের উদ্বোধন

0

 

জীবননগর(চুয়াডাঙ্গা)সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।বুধবার সকালে জীবননগর উপজেলা শহরের মনোয়ারা সনো সেন্টারের সামনে আনুষ্ঠানিকভাবে এ অস্থায়ী কার্যালয়টির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহবায়ক বিশিষ্ট শিল্পপতি মাহামুদুর রহমান খান বাবু ও সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ আনুষ্ঠানিকভাবে জীবননগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কার্যালয়টি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন,জীবননগর থানা বিএনপির সিনিয়ার সহসভাপতি আবুল কালাম আজাদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, পৌর যুবদলের সদস্য সচিব মনির হোসেন, জেলা ছাত্রদলের সহসভপতি সুজন খন্দকার, জেলা ছাত্রদলের নির্বাহী সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ প্রমুখ।