রামপালে বিদেশি মদসহ আটক ৩

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে বিদেশি মদসহ তিন মাদক কারবারি যুবককে শুক্রবার দিবাগত গভীর রাতে আটক করা হয়। আটক যুবকরা হলো, উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা এলাকার আনছার শিকদারের ছেলে তুহিন শিকদার (২৪), একই এলাকার আব্দুল মাজেদ গাজীর ছেলে গাজী ইমরুল কায়েস (২৬) ও ওড়াবুনিয়া এলাকার মনোরঞ্জন ঢালীর ছেলে মনোজিৎ ঢালী (২৬)। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রামপাল থানার ওসি সোমেন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে হাজি এনায়েতউল্লাহ মাদ্রাসার সামনে চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণের মধ্যে ওই তিন যুবক মাদ্রাসার সামনে উপস্থিত হয়। পুলিশ তাদের চ্যালেঞ্জ করে এবং তাদের দেহ তল্লাশি করে ৩ (তিন) বোতল বিদেশি ও ১ বোতল দেশে তৈরি মদ জব্দ করা হয়। এছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।