যশোর উপশহরে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চেয়ে হামলা, আটক ৩

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের উপশহর এলাকার একটি এগ্রোফার্মা কোম্পানির অফিসে গিয়ে চাঁদাবাজি ও ম্যানেজারকে মারধর করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে কোতয়ালি থানায় মামলা করেছেন ইম্পোরিয়াল এগ্রোফার্মা কোম্পানির যশোরের ম্যানেজার টিপু সুলতান (৪৮)।
আটক আসামিরা হলো, শেখহাটি জামরুলতলার মাহাতাব দফাদারের বাড়ির ভাড়াটিয়া আনোয়ার হোসেনের ছেলে আবু সাঈদ (৩১), উপশহর ৭ নম্বর সেক্টরের রওশন আলীর ছেলে সৈয়দ নাসিম আহমেদ (২৬) এবং শেখহাটি জামরুলতলার কামরুল ইসলামের ছেলে ইমন (২১)। এছাড়া পলাতক আসামিরা হলো, উপশহর ৭ নম্বর সেক্টরের রওশন আলীর ছেলে শামীম (৩৫), শেখহাটি জামরুলতলার মিলন (৩০) ও অভি (৪০)।
টিপু সুলতান এজাহারে উল্লেখ করেছেন, তার কোম্পানির অফিস যশোর শিক্ষবোর্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে বজলুর রহমানের বাড়ির নিচতলায়। আসামিরা শনিবার দুপুর একটার দিকে ওই অফিসে যায় এবং তার কাছে ২ লাখ টাকা দবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করায় তাকে নানা হুমকি ধামকি দেয়। পরে তার গলা ধরে বাইরে নিয়ে মারধর করে। এ সময় অফিসের সহকর্মীরা সংবাদ দিলে পুলিশ সেখানে যায়। পুলিশ দেখে পলাতক তিন আসামিসহ অজ্ঞাত আরও ৪/৫জন পালিয়ে যায়। এ সময় আবুু সাঈদ, নাসিম ও ইমন এই তিনজনকে আটক