ঝিকরগাছায় সৌরশক্তি চালিত সেচ পাম্প উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় সৌর শক্তি চালিত সেচ পাম্প উদ্বোধন ও কৃষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)’র আয়োজনে জলবায়ু-বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্প হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বুধবার ঝিকরগাছা উপজেলার ফুলের রাজধানী খ্যাত পানিসারতে সৌর শক্তি চালিত সেচ পাম্প উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
পরে জারবেরা নারী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের কাছে সেচ পাম্পটি হস্তানন্তর করা হয়। সেচপাম্প উদ্বোধন ও হস্তানন্তর পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আরআরএফের উপপরিচালক (মনিটরিং এন্ড ইভালুয়েশন) শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন হেইফার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার, উপজেলা সমবায় অফিসার মো. সালাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, তথ্যসেবা কর্মকর্তা যশোর বিএডিসি’র সহকারী প্রকৌশলী সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন, আরআরএফেরর কৃষি বিভাগের এডি ডা. অসিত বরণ, প্রকল্প সমন্বয়কারী জহিরুল ইসলাম, জারবেরা নারী সমিতি লিমিটেডের সভাপতি আসমা খাতুন, সাধারণ সম্পাদক সাবানা খাতুন প্রমুখ।