নওয়াপাড়া মডেল বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রশিক্ষক নজরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও শিক্ষকদের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম। সহকারী শিক্ষক তাজমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. রেজাউল হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদায়ী শিক্ষক শেখ নজরুল ইসলাম।