চৌগাছায় চার শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ ‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ উন্নয়নে বাংলদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চৌগাছায় চার শ কৃষক-কৃষাণীর মাঝে কৃষি উপকরণ হিসেবে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শক্তি ফাউনেন্ডশনের সহযোগিতা ও ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
বিশেষ অতিথির আলোচনা করেন, উপজেলা কৃষি অফিসার মোসাব্বির হোসাইন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, ঢাকা ব্যাংকের এক্্িরকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান, এমএসইমি কাতেবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান, এগ্রিকালচার ব্যাংকিং মিনহাজ মহসিন মিশু। এসময় ঢাকা ব্যাংক ও শক্তি ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং চৌগাছা, পুড়াপাড়া, ঝিনাইদহ জেলার মহেশপুর ও বারবাজার এলাকার চার শ কৃষক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নেতৃবৃন্দ কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।