ডামি সরকার মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে পারবে না : রাজিব আহসান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, বেনজীর-আজিজদের মত শেখ হাসিনা সরকারেরও একই পরিণতি হবে। মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আর যাই হোক দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না। হাজারো মায়ের বুক খালি হয়েছে, সন্তান তার পিতাকে হারিয়েছে, স্ত্রী স্বামী হারা হয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে। আর যাই হোক রক্তের ওপর দাঁড়িয়ে ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না।
রোববার জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনে কারা নির্যাতিত নেতা- কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে রাজিব আহসান আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিগত এক যুগের অধিক সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে সীমাহীন নির্যাতন -নিপীড়ন সহ্য করেও তাদের সৈনিকরা বাংলার মাটিতে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। অজস্র গণতন্ত্রকামী যোদ্ধার রক্তে বেনজীরের হাত রঞ্জিত হয়েছে কেবলমাত্র ব্যক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! যার জন্যে নিজের হাত রক্তে রঞ্জিত করেছেন, তিনি ক্ষমতায় থাকতে বেনজীর নিখোঁজ।
তিনি বলেন, বিগত ৭ জানুয়ারি শেখ হাসিনাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। সেদিন শেখ হাসিনা চোর -ডাকাতদের সমর্থন পেয়েছে। আর বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জনগণের সমর্থন পেয়েছে। সেদিন বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের নেতৃত্বে প্রকৃত অর্থে জনগণের বিজয় নিশ্চিত হয়েছে। এখন জনগণ শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে চূড়ান্ত বিজয়ের অপেক্ষায়। অচিরেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহশিক্ষা বিষয়ক সম্পাদক ইমামুল ইসলাম ইমাম, সদস্য সাইদুজ্জামান লাল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ সকল ইউনিটের কারানির্যাতিত নেতৃবৃন্দের গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।