কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমানকে নাগরিক সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে সংবর্ধনা কমিটির আহ্বায়ক গৌরিঘোনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, তপন কুমার ঘোষ মন্টু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, চেয়ারম্যান মাস্টর এস এম মনজুর, তৌহিদুজ্জামান তৌহিদ, শাহাদাৎ হোসেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ অনুষ্ঠান পরিচালনা করেন। সম্বর্ধনা কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচছা জানানো হয়। এরপর একই মঞ্চে বরেণ্য সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস ও তার দল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন।