যশোরে সদর উপজেলা নির্বাচনোত্তর সহিংসতায় আহত যুবকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চাঁচড়া বাজারে উপজেলা পরিষদ নির্বাচনোত্তর সহিংস ঘটনায় আহত সাকিব হোসেন (১৯) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা থেকে এনে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত সাকিব হোসেন চাঁচড়ার মজনুর ছেলে।
গত বুধবার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদে তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীক বিজয় লাভ করায় তার সমর্থক সাজ্জাদ হোসেন লাদেন (১৯) সন্ধ্যায় লোকজন নিয়ে মিছিল বের করেছিলেন। পরে তিনি মিছিল সহকারে চাঁচড়া বাজারের ইজিবাইক স্ট্যান্ডে এলে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। সাজ্জাদ হোসেন লাদেন ভাতুড়িয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। ঘটনার পর তার চাচি মহিলা ইউপি মেম্বার নাজমা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন যে, সাকিব ও নয়ন নামে দুই যুবক সাজ্জাদ হোসেন লাদেনকে পেছন থেকে ছুরিকাঘাত করেছিলেন। পরে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা অভিযুক্ত সাকিবকে খুঁজে করে করে তাকে মারধর করেন। মারধরের কারণে সাকিব অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক অচেতন অবস্থায় সাকিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, অবস্থার কোনো উন্নতি না হওয়ায় স্বজনেরা গত বুধবার রাতেই সাকিবকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যান। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধানী অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান সাকিব।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক জানান, সকালে ঢাকার একটি হাসপাতালে সাকিব মারা যাওয়ায় স্বজনেরা বিকেলে লাশটি যশোরে নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দিলে পুলিশ আইনগত পদক্ষেপ নিবে।
উল্লেখ্য, সাজ্জাদ হোসেন লাদেনকে ছুরিকাঘাতের ঘটনায় তার মা বিউটি খাতুন গত বুধবার রাতে সাকিব ও নয়নকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন। অপর আসামি নয়ন শহরের চাঁচড়া ডালমিল এলাকার মৃত আলতাফের ছেলে।