ঝিকরগাছায় ভাসুরপুত্রের অপকর্মের জেরে সংঘর্ষ, আহত ৩

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় ছোট ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে ৩ নারী আহত হয়েছেন। আহতরা হলেন- উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণি গ্রামের এরশাদ আলীর স্ত্রী হালিমা বেগম (৪৫), মালয়েশিয়া প্রবাসী শাহিনুরের স্ত্রী শিল্পী খাতুন (৩৫) ও প্রতিপক্ষ প্রবাসী মিন্টুর স্ত্রী আনজুয়ারা খাতুন (৪০)।
সম্প্রতি একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী সাথি খাতুন নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ভাসুর শাহিনুর রহমানের ছেলে শাহেদ জানালা দিয়ে ভিডিওসহ কয়েকটি ছবি তুলে ব্লাকমেইল করার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে পরদিন সাথি খাতুন ভয়ে প্রতিবেশী প্রবাসী মিন্টুর স্ত্রী আনজুয়ারার কাছে ঘুমাতে যান। এরপর সাথি খাতুন কলারোয়া উপজেলায় তার পিতার বাড়িতে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে ৪/৫দিন ধরে প্রতিবেশী দু পরিবারের মধ্যে ঝগড়া হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে আহত হালিমা ও শিল্পী খাতুনের সাথে প্রতিপক্ষ আনজুয়ারার ঝগড়া ও মারামারি হয়। এ সময় আনজুয়ারার ছেলে আরিফুল ইসলাম তার কাছে থাকা ধারালো চাকু নিয়ে হামলা করেন। চাকুর আঘাতে হালিমার কান ও শিল্পীর মাথা ও পিট কেটে যায়। একই সাথে প্রতিপক্ষের লাঠির আঘাতে আনজুয়ারার মাথা ফেটে যায়। বর্তমানে আনজুয়ারা যশোর ২৫০শয্যা হাসপাতালে ও হালিমা ও শিল্পী ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত হালিমার ছেলে সজিব হোসেন বলেন, ধারালো চাকু দিয়ে তার মা ও চাচিকে আঘাত করার ঘটনায় ঘাতক আরিফুল ও তার মা আনজুয়ারার নাম উল্লেখ করে তিনি বাদি হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছেন। অপরদিকে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি আনজুয়ারা বলেন, তার ও সাথির স্বামী মালয়েশিয়া প্রবাসী। সাথির ভাসুরের ছেলে আপত্তিকর ছবি উঠানোয় তিনি ভয়ে আমার কাছে একরাত ঘুমিয়ে পরদিন বাপের বাড়ি চলে যান। এ ঘটনায় সাথির শ্বশুরবাড়ির লোকজন (হালিমা, শিল্পী ও কাশেম আলীর ছেলে আহাদ আলী) আমার ওপর হামলা করেছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া বলেন, উভয়পক্ষই আহত হয়েছে। একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তবে প্রকাশ্যে চাকু নিয়ে হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।