ঝিকরগাছায় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে স্কুলছাত্রী অসুস্থ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে ৩ স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ ৭ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া খাতুন মিম (১৪)- কে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় কাশিপুর বাজারের পল্লী চিকিৎসকদের নিকট থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। হাসপাতালে ভর্তি স্কুল ছাত্রী উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাবুর মেয়ে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়সহ লাউজানী, মল্লিকপুর, চাপাতলা, পদ্মপুকুর, কাশিপুর, ফারাসাতপুর, বেড়েলা গ্রামে বিদ্যুৎ ছিলনা। ফলে তীব্র গরমে স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কষ্ট পান। লাইনের কয়েকটি স্থানে কাজ চলার কারণে এ সময় বিদ্যুৎ ছিলনা বলে ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মেজবাউদ্দিন জানিয়েছেন।