কেশবপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ ও খাবার বিতরণ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরের বাউশলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ এবং উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের উদ্যোগে এসব দেওয়া হয়। এ সময় ভাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. এটি রফিকুর রহমানের সহধর্মিণী প্রয়াত সালেহা রহমানের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, হাফিজ আল আমিন।
এর আগে কেশবপুর শিশু সদন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। কেশবপুর শিশু সদন এতিমখানার তত্ত্বাবধায়ক মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর শাখার সভাপতি নাসির আহমেদ গাজী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর মিন্টু ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু।