সাতক্ষীরায় গুম, খুন ও নির্যাতনের শিকার বিএনপি নেতা-কর্মীদের পরিবারে তারেক রহমানের সহায়তা

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় গুম, খুন ও নির্যাতনের শিকার বিএনপি নেতা-কর্মীদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া, সদর উপজেলার রইচপুর ও আলীপুরের তিনটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগরসহ তার সাথে থাকা প্রতিনিধি দল।
উপহার সামগ্রী বিতরণ শেষে বিকেলে তারা সাতক্ষীরা শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে যুবদল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টার সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর ছাড়াও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান, এম তমাল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক এবাদুল হক রুবায়েত, সহ-ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহ-গ্রামসরকার বিষয়ক সম্পাদক মহিউদ্দীন রাজু, সদস্য আশরাফুল কবির সুমন ও শাহাজাহান রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা যুবদলের সহ-সমন্বয়ক ফরিদ উদ্দীন ফরিদ ও আলিমুজ্জামান আলীম।