ঝিকরগাছায় গঙ্গানন্দপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার ইউনিয়ন বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুজ্জামান খান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমজেদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কাদের বাবলু, এনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ, আনারুল ইসমাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল পারভেজ, বিএনপি নেতা জুল হোসেন, দাউদ হোসেন, রেজাউল ইসলাম, অ্যাড. মহিদুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।