রামপালে ঘূর্ণিঝড় রিমালে ভেসে গেছে ফারদিনের খামারের কোটি টাকার মাছ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গেছে মৎস্য খামারের কোটি টাকার কার্প ও চিংড়ির পোনা। সব হারিয়ে এখন পথে বসেছেন উপজেলার শ্রীরম্ভা গ্রামের শেখ ফারদিন মৎস্য খামারের মালিক মিজানুর রহমান মজনু। গৌরম্ভা ইউনিয়নসহ আশপাশের খামারগুলোতে কার্প জাতীয় মাছের পোনার বৃহৎ জোগান দেওয়া হতো ওই ফারদিন মৎস্য খামার থেকে।
সরোজমিনে দেখা যায়, গত ২৬ মে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে ভেসে গেছে গৌরম্ভা ইউনিয়নের অধিকাংশ মৎস্য ঘের। বাড়িঘর লন্ডভন্ড হওয়ার পাশাপাশি এ এলাকার একমাত্র আয়ের উৎস চিংড়ি খামার ভেসে যায়। শুধু তাই নয় খামারের বেড়ি বাঁধ স্রোতের তোড়ে বিলীন হয়ে যায়। বাদ যায়নি ফারদিনের বেড়িবাঁধও। রিক্তা বেগম জানান, প্রায় ৬০ লাখ টাকা বিনিয়োগ করে তার স্বামী মিজানুর রহমান মজনু কয়েক বছরের প্রচেষ্টায় খামারটি গড়ে তোলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে রিমাল আঘাত হানে। সারা বছরের স্বপ্ন ভেসে পানিতে মিশে যায়। সব থেকে বেশি সমস্যা তৈরি হয় তীব্র লবণাক্ত পানি প্রবেশ করে। অবশিষ্ট মাছ মরে সব ভেসে ওঠে। তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।