বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন জিয়ার জীবন থেকে মানুষ উদ্দীপন খুঁজে নেবে : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শহীদ জিয়াউর রহমান বাঙালির আদর্শ এবং চেতনায় ভাস্বর এক মহামানব। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন এই মহামানবের স্মৃতি জড়িয়ে থাকবে। যতদিন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী জনতা শহীদ জিয়াউর রহমানের জীবন থেকে সাহস এবং উদ্দীপনা খুঁজে নেবে।
স্বাধীনতার মাহন ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে যশোরে পালিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ ও জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত দোয়া মাহফিলপূর্ব পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
দলের প্রতিষ্ঠাতার শাহাদৎবাষির্কী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে যশোর জেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচির প্রথম দিন  বৃহস্পতিবার ছিল দোয়া মাহফিল, খাদ্য সামগ্রী প্রদান, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বৃক্ষ রোপন, গণভোজ।
অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তৃতার শুরুতে শহীদ জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। আমাদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দশ বড়। তাই দেশ ও জনগণকে ভালো রাখতে গিয়ে গত এক যুগের অধিক সময় ধরে রাজপথে স্বৈরাচারের হাতে আমাদের অজস্র সহযোদ্ধা জীবন দিয়েছেন। তারপরও আমাদের সংগ্রাম থেমে নেই। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে।
সকালে জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে জেলা ওলামা দলের আয়োজনে শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এর আগে তিনি নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে দড়াটানার যশোর-২৫০ শয্যা হাসপাতাল মোড়, ঘোপ সেন্ট্রাল রোড, বেলতলা, জেল রোড, স্টাফ কোয়ার্টার মোড়, এন এম খান প্রাথমিক বিদ্যালয়ের সামনে, মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, নওয়াপাড়া রোড, নিকুঞ্জির মোড় এলাকায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
পরে অনিন্দ্য ইসলাম অমিত নগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে কারবালা মোড, পৌর উদ্যানের গেট, নতুন খয়েরতলা মোড়, রেলগেট তেঁতুলতলা, মুজিব সড়কের ওয়াই ডব্লিউসি’র মাঠে, আরবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কারবালা মোড়ে, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে পালবাড়ি ভাস্কর্য মোড়, পুরাতন কসবা, পালবাড়ি ট্রাফিক মোড়, পুরাতন কসবা রায়পাড়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে মুজিব সড়কে, চাঁচড়া কলোনি, নগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খায়রুল বাশার শাহীনের ব্যক্তিগত আয়োজনে মুজিব সড়কে, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে রেলগেট পুরাতন বাসস্ট্যান্ড ও রেল বাজার এলাকায়, ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে পূর্ব বারান্দী মোল্লাপাড়া এলাকায়, ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আর এন রোড নতুন বাজার, আর এন রোড বিএনপি যুবদল, ছাত্রদল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে নাজির শংকুরপুর এলাকায়, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে বেজপাড়া মেইন রোড ও গয়ারাম সড়কে, উপশহর ট্রাক স্ট্যান্ড এলাকায় সদর উপজেলা শ্রমিকদল, নওয়াপাড়া ইউনিয়ন শ্রমিক দল ও ট্রাক শ্রমিক দলের যৌথ আয়োজনে কিসমত নওয়াপাড়া এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া তিনি যশোর মাগুরা-মহাসড়কের পাশে কিসমত নওয়াপাড়া এলাকায় বৃক্ষরোপণ করেন।
এদিকে সন্ধ্যার পর অনিন্দ্য ইসলাম অমিত শহরের বারান্দীপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে, শংকরপুর মহিলা মাদ্রাসা মাঠের সামনে, মুরগি ফার্ম গেট, ইহসাক সড়ক, ছোটনের মোড়, চাতালের মোড়, আকবরের মোড়, নাজির শংকরপুর এলাকায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অ্যাড. মো ইসহক, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।