ঝিকরগাছায় নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ব্র্যাক ঝিকরগাছা সেন্টারের আয়োজনে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন (প্রত্যাশা ২) প্রকল্পের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম মামুনুর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ব্র্যাকের যশোর জেলা কোঅর্ডিনেটর আল মাসুর রহমান, এমআরএসসি জেলা কোঅর্ডিনেটর মুন্নাজা মাহিন। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী, মতিয়ার রহমান সরদার, আনিস উর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ, সোনালী ব্যাংকের ম্যানেজার মহসিন আলী, অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. মনিরুল ইসলাম, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ, একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, যুব উন্নয়ন অফিসার আরব আলী, সহকারী পল্লী উন্নয়ন অফিসার শহিদুল্লা লিমন, পরিবার পরিকল্পনা অফিসার ডা. শহিদুল্লাহ তরফদার, সহকারী শিক্ষা অফিসার রেহেনা বানু, লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, ব্র্যাকের সাইকো সোসাল কাউন্সিলর ইউনুস আলী, প্রোগ্রাম অর্গানাইজার সাথী খাতুন প্রমুখ।