তামাক বর্জন করার আহ্বান এমপি তৌহিদুজ্জামানের

0

 

 

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেছেন সমৃদ্ধশালী দেশ গঠন করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী জাতি গঠন করতে হবে। একটি সুস্থ জাতি দেশের উন্নয়নকে গতিশীল করতে পারে।
তিনি বলেন, তামাকজাত পণ্য মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের স্বাস্থ্য বিনষ্টকারী পণ্য হচ্ছে তামাক। তাই তামাককে বর্জন করুন। বৃহস্পতিবার সকালে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠানে কৃষকদের মাঝে তিনি সার ও বীজ বিতরণ করেন। দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি যোগ দান করেন।