পাইকগাছায় স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার, বিদ্যুৎহীন তিন দিন

0

 

পাইকগাছা (খুলনা)সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করা হচ্ছে স্বেচ্ছাশ্রমে। কোন কোন জায়গায় বাঁধ কেটে পানি সরিয়ে পানি পানিবন্দিদের মুক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। বিদ্যুৎবিহীন তিনদিন কাটিয়েছে পাইকগাছাবাসী।
সরকারি হিসেব মতে, এখানে পানিবন্দি রয়েছে ১৩ হাজার ৪৬১ টি পরিবার। যার মধ্যে সম্পূর্ণভাবে পানিবন্দি ৮৩১ টি পরিবার। বিভিন্ন এলাকায় ৩৫ টি স্থানে পাউবোর বাঁধ ভেঙেছে। স্থানীয়ভাবে স্বেচ্ছাশ্রমে করা হচ্ছে বাঁধ সংস্কারের কাজ। কিন্তু জোয়ারের সময় পানি ঢুকছে এলাকায়। পানিবন্দিদের মুক্ত করতে বাঁধ কেটে পানি সরানো হচ্ছে বলে গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরুসহ অন্যান্য জনপ্রতিনিধিরা জানান। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মধ্যে যে পরিমাণ শুকনো খাদ্য খাবার বা খিচুড়ি দেওয়া হচ্ছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। এদিকে সবখানে লবণ পানিতে তলিয়ে থাকায় দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট বলে জানিয়েছেন দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ।তাছাড়া এসব এলাকায় পানি বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে তিনি আশংকা করেন। এদিকে রোববার দুপুর থেকে মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত পাইকগাছায় কোথাও বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের কবলে পড়ে এলাকাবাসী। দুর্যোগের সময় থেকে এসব এলাকা পর্যবেক্ষণ ও পরিদর্শন করছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস প্রমুখ।