ঝিকরগাছায় দুস্থদের মাঝে হোমিও কল্যাণ পরিষদের ঈদসামগ্রী বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় হোমিও কল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ঝিকরগাছা মিতালী হল রোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সোমবার ইফতার মাহফিলপূর্ব আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, হোমিও কল্যাণ পরিষদের সভাপতি ডা. মো. আরশাদুল আলম। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি প্রভাত কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক ডা. মো. কবির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. আবুল আহাদ, ক্রীড়া সম্পাদক ডা. আলা উদ্দীন, কোষাধ্যক্ষ ডা. শরিফুল ইসলাম, কার্যকরী সম্পাদক ডা. মাজেদা খাতুন, ডা. আম্বিয়া খাতুন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার। সভাশেষে সংগঠনের প্রয়াত সদস্য মরহুম ডাক্তার আব্দুস সামাদের পরিবারের মাঝে অর্থ প্রদান ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।