যশোরের মোল্লাপাড়ায় যুবককে মারধরের ঘটনায় মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের কর্মচারী ওহিদুল ইসলামকে (২৭) মারধরের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ৩ জনকে আসামি করে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেছেন ওহিদুল ইসলামের ভাই শরিফুল ইসলাম। তিনি বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার বাসিন্দা।
আসামিরা হলেন, বারান্দী মোল্লাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে চিহ্নিত সন্ত্রাসী শাহারাজ (২৬), বাবুর ছেলে মনিরুল (২২) ও হুমায়ুনের ছেলে এন এস রাকিব (২০)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।
মামলায় শরিফুল ইসলাম উল্লেখ করেছেন, তার ভাই ওহিদুল পৌর কাউন্সিলরের অফিসে সেবামূলক কাজকর্ম করে থাকেন। উল্লিখিত আসামিদের সাথে তার ভাইয়ের শত্রুতা চলে আসছিলো। গত ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ওহিদুল কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে বারান্দী মোল্লাপাড়ার ডেইজি কাউন্সিলরের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা তার ওপর চড়াও হন। এ সময় তারা জিআই পাইপ দিয়ে তাকে মারধর করলে তিনি রক্তাক্ত জখম হন। এছাড়া আসামিরা তার কাছে থাকা সাড়ে ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। এরই মধ্যে ওহিদুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে ওহিদুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।