শোক ও গৌরবের ভাষার মাস

0

মাসুদ রানা বাবু ॥ ১২ ফেব্রুয়ারি ১৯৫২। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে পাকিস্তানি শাসকদের অপচেষ্টার বিরুদ্ধে এইদিনে দেশব্যাপী কালো পতাকা দিবস পালন করা হয়। সভা সমাবেশ ও হরতাল পালনের মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র-শিক্ষক জনতা। পাশাপাশি ভাষা আন্দোলন চালিয়ে যাওয়ার অর্থ সংগ্রহের কাজ চলে। এতে বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে। এদিকে, পাকিস্তানি শাসকদের বাধা উপেক্ষা করে সংবাদপত্রগুলো ভাষা আন্দোলনের পক্ষে প্রতিবাদমূলক সংবাদ প্রকাশ করতে থাকে। এদিন পাকিস্তান অবজারভার পত্রিকায় প্রাদেশিক প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিনের বিরুদ্ধে ছদ্ম ফ্যাসিজম শিরোনামে সম্পাদকীয় নিবন্ধ বের হয়। এতে আরও জাগ্রত হয়ে ওঠে আন্দোলন। কিন্তু এ সংবাদ প্রকাশের পর পাকিস্তানি প্রশাসকরা তেলে-বেগুনে জ্বলে ওঠেন। সংবাদপত্রের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেন।