চৌগাছায় ক্ষুদ্র ব্যবসায়ীর দোকার পুড়ে ছাই

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও টোং দোকানসহ সব মালামাল পুড়ে হয়েছে ছাই। দোকান মালিকের অভিযোগ, শত্রুতা করে তার দোকানে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
চৌগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ডাকবাংলোপাড়ায় মৃত মহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন ওরফে শামীম সরকারি শাহাদৎ পাইলট মাডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে একটি টোং দোকান করে ব্যবসা করতেন। প্রতি দিনের মতই বৃহস্পতিবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ তিনি বাড়িতে যান। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে গরিব-অসহায় দোকান মালিক শামীম এই দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেন।
শামীমের স্ত্রী লাকি খাতুন বলেন, দোকানই ছিল তাদের একমাত্র আয় রোজগারের ভরসা। সেটি কে বা কারা শত্রুতা করে পুড়িয়ে দিয়েছে। এক লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিন সন্তান নিয়ে কীভাবে চলবে সংসার সেই চিন্তায় বিভোর তিনি। শামীমের চাচিমা ছবেদা বেগম বলেন, মহামারি করোনায় আক্রান্ত হয়ে শামীমের পিতা মহিদুল মারা যান। দিশেহারা হয়ে পড়েন শামীম। ধারদেনা করে এই দোকান করে কোন রকমে তাদের সংসার চলতো। এখন কীভাবে চলবে দিন সেই চিন্তা তাদের। স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জিকু বলেন, সকালে এই দৃশ্য দেখে আমরা সবাই হতবাক। একমাত্র রোজগারের সম্বল হারিয়ে ছেলেটি হতবিহবল হয়ে পড়েছেন।
৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিকুর রহমান বলেন, খুব সকালেই মহল্লাবাসীর মাধ্যমে আমি খবর পাই এবং ঘটনাস্থলে ছুটে যাই। এটি একটি দুঃখজনক ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতাবশত কেউ এই আগুন দিতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন।