শোক ও গৌরবের ভাষার মাস

0

মাসুদ রানা বাবু ॥ ১০ ফেব্রুয়ারি ১৯৫২ সাল। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আন্দোলন নিয়ে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। এ আন্দোলনকে আরও জোরদার করার জন্য সংগ্রাম পরিষদের কর্মতৎপরতাকে সারাদেশে ছড়িয়ে দিয়ে কালো পতাকা দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ওইদিন হরতাল সভা ও শোভাযাত্রা করে বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি গ্রহণ করা হয়। পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য পতাকা দিবসে বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করার অভিযান চলে। আর পতাকা দিবসকে সামনে রেখে আরও অনেক নতুন কর্মী ভাষা আন্দোলনের সাথে জড়িত হন। ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবীদের সাথে যোগ দেন হাজার হাজার মানুষ। বাংলা ভাষাভাষী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভাষা আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে। আন্দোলনকারীদের পদচারণায় ঢাকা মহানগর মুখরিত হয়ে ওঠে। সাথে সাথে সারাদেশে আন্দোলনের জোয়ার বইতে থাকে।