৬ বছর আত্মগোপনে থাকা যুবককে উদ্ধার করলো পিবিআই

0

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পিতা বকাঝকা করেছিলেন ইদ্রিস আলী মোল্লাকে (২৩)। অভিমান করে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ ৬ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। গত মঙ্গলবার নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। ইদ্রিস আলী মোল্লা যশোরের কেশবপুর উপজেলার সরুটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন ইদ্রিস আলী মোল্লা। তখন তার পিতা তাকে বকাঝকা করেন। এরপর ইদ্রিস আলী মোল্লা অভিমান করে বাড়ি থেকে চলে যান। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে তার কোনো সন্ধান না পেয়ে তাকে উদ্ধারের জন্য আদালতে মামলা করে ইদ্রিস আলী মোল্লার পরিবার। এ সময় আদালত ওই যুবককে উদ্ধারের জন্য পিবিআইকে আদেশ দেন । আদালতের আদেশে পিবিআই’র এসআই সৈয়দ রবিউল আলম পলাশ তথ্য প্রযুক্তির সাহায্যে গত মঙ্গলবার নারায়ণগঞ্জের রুপগঞ্জের প্রিমিয়ার স্টিল মিলে অভিযান চালিয়ে ইদ্রিস আলীকে উদ্ধার করেন।