সিইসিসহ কমিশনের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ব্যবস্থা চেয়ে রিট

0

লোকসমাজ ডেস্ক॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবিধানের ৭ (ক) অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনারসহ সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
রিটে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আউয়ালসহ সংশ্লিষ্ট ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) এই রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, কেবিনেট সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ১২ জনকে বিবাদী করা হয়েছে।