যশোরের ঘুরুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে নদী খাতুন (১৫) নামে এক এক এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া সাদ্দামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজন মনিরুজ্জামান ও আয়নাল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইকবাল হোসেন মোটরসাইকেলে করে নদী খাতুনকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সে ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
স্বজনরা জানিয়েছেন, স্কুলে যাওয়ার সময় পথের মাঝে ঘুরুলিয়া বাজারের কাছে সাদ্দামের মোড়ে বিপরীতমুখি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের ওপর থেকে ছিটকে পড়ে নদী খাতুন মাথায় আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে মৃত অবস্থায় তাকে আনা হয়েছে।
নিহত নদী খাতুন ঘুরুলিয়া গ্রামের সাহেব আলীর মেয়ে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ইকবাল হোসেন (১৮) অপেক্ষাকৃত কম আহত হন। তবে তিনি কোন চিকিৎসা নেননি বলে স্বজনরা জানিয়েছেন।