যশোরে চলছে সর্বাত্মক হরতাল

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ডাকে শনিবার সকাল থেকে যশোরে  সর্বাত্মক হরতাল শুরু হয়েছে। ডামি নির্বাচন বর্জন ও অহসযোগ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির ডাকে ৪৮ ঘন্টার হরতালের আজ শনিবার প্রথম দিন।
এদিন সকাল থেকে দলীয় নেতা-কর্মীরা হরতালের সমর্থনে সড়ক-মহাসড়কে নেমে আসেন। তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে মিছিল স্লোগানের মাধ্যমে রাজপথকে প্রকম্পিত করেন। শনিবার সকালে যশোর শহরের আর. এন রোডে, নগর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের (১, ২ ও ৩ নং ওয়ার্ড) এবং মুজিব সড়কে ( ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) শাখা হরতালের সমর্থনে পৃথক মিছিল করে। জেল রোডে নগর স্বেচ্ছাসেবক দল মিছিল করে। যশোর- নড়াইল সড়কে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন হরতালের সমর্থনে মিছিল করে। যশোর-খুলনা মহাসড়কে সদর উপজেলার  রামনগর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিল করে। নওয়াপাড়া পৌর  সদরে অভয়নগর বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী গেলাম হায়দার ডাবলুর  নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মিছিল করেন। মনিরামপুর- কেশবপুর সড়কে মনিরামপুর উপজেলা ও পৌর যুবদল মিছিল। এদিকে শনিবার সকাল থেকে খুলনা- ঢাকা মহাসড়কের হরিনটানা গেটে খুলনা জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন মিছিল করে । শ্যামনগর উপজেলা বিএনপি উপজেলা সদরে হরতালের সমর্থনে মিছিল করে।