উত্তরা গ্রুপের পরিচালক নাঈমুর রহমান ডিসিসিআই’র পরিচালক নির্বাচিত

0

উত্তরা গ্রুপ অব কোম্পানিজের পরিচালক নাঈমুর রহমান ২০২৪ থেকে ২০২৬ সালের জন্যে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-র পরিচালক নির্বাচিত হয়েছেন।
তিনি ইংল্যান্ডের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ডিসিসিআই-র সাবেক
সভাপতি এবং জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমানের বড় ছেলে।মতিউর রহমান বাংলাদেশের একজন নেতৃত্বস্থানীয় এবং অগ্রগামী ব্যবসায়িক
ব্যক্তিত্ব। তিনি জাপান সরকার কর্তৃক রাইজিং সান অর্ডারে ভূষিত হয়েছেন। নাঈমুর রহমান ২০১৩ সাল থেকে উত্তরা মোটর্স লিমিটেডের সাথে কাজ শুরু করেন এবং বর্তমানে উত্তরা গ্রুপের পরিচালক
হিসেবে কর্মরত। উত্তরা মোটর্সসহ উত্তরা গ্রুপ অব কোম্পানিজের অধীনে বিভিন্ন সংস্থার ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নাইমুর রহমান ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা তিন বছর ডিসিসিআই-র শিল্প ও বাণিজ্য নীতির স্থায়ী কমিটির আহবায়ক ছিলেন। বর্তমানে তিনি জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক। এছাড়া তিনি ইস্টার্ন ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও হিল প্লানটেশন লিমিটেডেরও একজন পরিচালক। বিজ্ঞপ্তি।