গণতন্ত্র হয়ে যাবে বানরের পিঠা ভাগের গণতন্ত্র: সুজন সম্পাদক

0

লোকসমাজ ডেস্ক॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভিত্তিক সমঝোতার লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দর কষাকষি করছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। এবার দলটির চাওয়া নির্বাচনের আগেই আওয়ামী লীগ ও সরকারের কাছ থেকে কমপক্ষে ৫০টি আসনে জয়ের নিশ্চয়তা।
বিরোধী দল যেখানে সরকারের সঙ্গে প্রতিযোগিতা করবে, সরকারের ভুল ত্রুটি সামনে রেখে কঠোর সমালোচনা করবে এবং ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে গিয়ে ভোটের মাধ্যমে সরকারকে হটিয়ে সরকার গঠন করবে জাতীয় পার্টি সেখানে বর্তমান সংসদে পুরোটা সময় কাটিয়েছে সরকারের বন্দনা গেয়ে আর এখন নির্বাচনের আগে আনুগত্যের উপহার হিসেবে অধিক আসন চাচ্ছে। বিরোধী দলের এমন আচরণ দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার জন্য সংকট হিসেবে দেখছেন রাজনীতিবিদরা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করায় ইতিমধ্যে এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে। নির্বাচনের আগে যদি সংসদে থাকা সরকারী দল এবং বিরোধী দল আসন নিয়ে আলোচনায় বসে তাহলে একে তো সুষ্ঠু নির্বাচন বলাই যায় না, বরং এই নির্বাচন হবে পাতানো। নির্বাচন হল গণতান্ত্রিক যাত্রাপথে প্রথম পদক্ষেপ।
তিনি বলেন, এখন পাতানো নির্বাচন দিয়ে যদি আমরা যাত্রাপথ শুরু করি তাহলে গণতান্ত্রিক পথ টা বন্ধুর হবে,সংকটময় হবে এবং আমাদের জন্য সামনে আরও কঠিন কিছু অপেক্ষা করছে। এর ফলে বস্তুত আমাদের দেশ টাই খাদে পড়ে যেতে পারে। আর এই নির্বাচনের ফলে আমাদের গণতন্ত্র হয়ে যাবে বানরের পিঠা ভাগের গণতন্ত্র।
সবশেষ দশম ও একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি যে ভূমিকা পালন করেছে তা কেবল বাংলাদেশ নয় বিশ্বের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ব্যতিক্রমী ও নজিরবিহীন। এ নিয়ে জাতীয় পার্টিকে তীব্র সমালোচনা ও অপমান সহ্য করতে হয়েছে। তাদের বিতর্কিত ভূমিকার কারণে অনেকেই উপহাস করে গৃহপালিত বিরোধী দল বলে ডাকা শুরু করেন।
গত দুই মেয়াদে সংসদে থাকা জাপা সদস্যরা বিরোধী দল হিসেবে পরিচয় দিতে পারতেন না। ধারণা করা হচ্ছে এবারও তার পুনরাবৃত্তি ঘটবে। যারা সরকারের সঙ্গে আঁতাত করে আসন ভিত্তিক সমঝোতার ভিত্তিতে বিরোধী দলে বসবে তারা সরকারের সমালোচনা করা ও জনগণের পক্ষে কথা বলার মতো নৈতিক অবস্থানে থাকবে না।
[সূত্র : দেশ রূপান্তর অনলাইন]