ঝিনাইদহে হজরত মা ফাতিমার (রা.) কর্মজীবনের ওপর আলোচনা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার এক মহিলা সমাবেশের আয়োজন করে। বেহেশতের সরদারিনী হজরত মা ফাতিমার (রা.) জীবন ও কর্মের ওপর আয়োজিত এই আলোচনা সভা ও মহিলা সমাবেশে সভাতিত্ব করেন উপ-পরিচালক আব্দুল হামিদ খান। বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ আনোয়ার হোসেন, ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খতিব মহিষাকুন্ড জামে মসজিদের খতিব মাওলানা মুহম্মদ আব্দুল মালেক, ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের ফিল্ড অফিসার মোঃ আব্দুর রশিদ ও মাস্টার ট্রেইার মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন। আলোচকরা হাদীস বর্ণনা করতে গিয়ে বলেন, রাসূললাহ (সা.) হজরত ফাতিমার (রা.) মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন। যেমন তিনি বলেন, ‘চারজন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম। তার মধ্যে মারইয়াম বিনতে ইমরান, আছিয়া বিনতে মুযাহিম, খাদীজা বিনতে খুওয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মাদ। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মা ফাতিমা। রাসূল (সা.) বলেছেন, ‘বেহেশতে সর্বপ্রথম আমার কাছে যিনি পৌঁছবেন তিনি হচ্ছেন ফাতিমা বিনতে মুহাম্মাদ। বুখারী শরীফের একটি হাদীসে বর্ণিত হয়েছে, রাসূল পাক (সা.) বলেন, ‘ফাতিমা আমার অস্তিত্বের অংশ। যে তাকে রাগান্বিত করে, সে আমাকে রাগান্বিত করে। তিনি আরও বলেন, ‘ফাতিমা কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ পাকও রাগান্বিত হন এবং ফাতিমার আনন্দে আল্লাহ পাক আনন্দিত হন।