যশোর শহরের ভোলা ট্যাংক রোডে আজ বিএনপির সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আজ সোমবার যশোর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা ৩ টায় শহরের ভোলা ট্যাংক রোডে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিটের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।