ঝিনাইদহ হাসপাতালে ডেঙ্গু রোগীর শয্যা সংকট

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৩ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহ হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের পরিসংখ্যান অফিসার আব্দুল কাদের জানান, গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় নতুন করে ৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার৭১৭ জন। বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছেন ৬৯ জন। এদিকে কম শয্যা আর জনবল সংকটের কারণে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাসপাতাল থেকে রোগীদের মশারি দেওয়া হচ্ছে না এমন অভিযোগ করা হচ্ছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন, পৌরসভা বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচার ও সচেতনতামূলক কর্মকা- চালালেও তাতে কোনো ফল বয়ে আনছে না। ডেঙ্গুকবলিত এলাকাগুলো চিহ্নিত করে মাইকিং না করায় মানুষ সচেতন হতে পারছে না বলেও কেউ কেউ অভিযোগ করেছেন।