শৈলকুপায় গ্রামীণ সড়কের বেহাল দশা

0

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ)॥ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গ্রামীণ কাঁচা রাস্তাগুলো খানাখন্দ, গর্ত ও কর্দমাক্ত হওয়ায় বর্ষার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব রাস্তায় ছোট-বড় গাড়ি ও জনসাধারণ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কগুলো পাকাকরণের দাবি দীর্ঘদিনের।
সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধলহরাচন্দ্র প্রাইমারি স্কুলের সামনে থেকে বরিয়া প্রাইমারি স্কুল পর্যন্ত একটি জনগুরুত্বপূর্ণ সড়ক।এই সড়ক দিয়ে প্রতিদিন ধলহরাচন্দ্র, চরধলহরা, হাটুভাঙ্গা বরিয়াসহ ৫ গ্রামের মানুষ হাটবাজারে মালামাল আনা-নেয়া ও শিক্ষার্থীরা স্কুল- কলেজে যাতায়াত করে। রাস্তাটিতে কাদাপানির কারণে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া ছেড়ে দিয়েছে।
বরিয়া গ্রামের সাহেব আলী ও চরধহরা গ্রামের শফি মন্ডল জানান, এ এলাকায় প্রায় ৩০ হাজার লোকের বসবাস। কিন্তু দীর্ঘ ৫০ বছর ধরে এই কাঁচা রাস্তা দিয়ে আমাদেরকে চলাচল করতে হয়। পুরো বর্ষায় কাদামাটি মাড়িয়ে রাস্তা দিয়ে চলাচল করা আমাদের জন্যে চরম কষ্টের। ছেলে -মেয়েদের স্কুল কলেজ ও মাদ্রাসায় যেতে কষ্ট হয়। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে কোলে করে নিতে হয়। কোনো যানবাহন এ সড়কে ঢুকতে পারে না। এ কারণে ছেলে- মেয়েদের ভালো জায়গায় বিয়েও দেয়া যায় না।
এই গ্রামের পুলিশ সার্জেন্ট কামরুল হাসান জানান, রাস্তাটি পাকা করার জন্যে স্থানীয় চেয়ারম্যান শিমুলের কাছে বলেছি। কিন্তু কোন কাজ হচ্ছে না।
রাস্তাটি পাকা করার ব্যাপারে স্থানীয় মেম্বার লিটন ও আকমল খান জানান, আমরা রাস্তাটি পাকা করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা এলজিআরডির নির্বাহী প্রকৌশলী রুহুল ইসলাম জানান, অনেক রাস্তা তো এখনো কাঁচা রয়েছে। তার মধ্যে এটিও একটি।পর্যায়ক্রমে পাকা হবে।