তুর্যের পিএইচডি ডিগ্রি অর্জন

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামের ইমদাদুল হকের একমাত্র ছেলে মেধাবি ছাত্র এখলাছুর রহমান তুর্য পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫  ও ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে ২০১০ সালে এইচএসসি পরীক্ষায় ও জিপিএ ৫  পেয়ে উর্ত্তীর্ণ হন।
এরপর এ মেধাবি ছাত্র খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে বিএসসি এবং মাস্টার্স ডিগ্রি পাস করেন। পরে তিনি স্কলারশিপ পেয়ে জাপানের ইউনিভার্সিটি অফ ওমাইশিয়ায় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে এ মেধাবি ছাত্র জাপানেই অবস্থান করছেন। তার এ অর্জনে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।