কুয়েটে ফিউচার স্কোপস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগের আয়োজনে ‘এক্সপ্লোরিং লেদার সেক্টর : ফিউচার স্কোপস, এমপ্লয়মেন্ট অপরচ্যুনিটি অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সকাল ৯টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে দিনব্যাপী সেমিনারটির ৪র্থ আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। প্রদান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, ‘বাংলাদেশের লেদার শিল্পের বিকাশে কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের সেমিনারের মাধ্যমে ভবিষ্যতে করণীয় সম্পর্কে শিক্ষার্থীরা আরও উন্নত ধারনা পাবে। লেদার সেক্টরের এক্সপার্টদের কাছ থেকে বিভিন্ন জ্ঞান শিক্ষার্থীদের সম্মৃদ্ধ করবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম ও এপেক্স ফুটওয়্যার লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাছিম মঞ্জুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আবুল হাসেম এবং স্বাগত বক্তৃতা করেন সহকারী অধ্যাপক জিয়া উদ্দীন মোঃ চৌধুরী।