যশোরে কিডনি রোগ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কিডনি সুরক্ষা ও কিডনি রোগের চিকিৎসা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার রাতে শহরের অভিজাত হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়নে সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন,যশোর ২৫০ শয্যা হাসপাতালের কনসালটেন্ট ওবায়দুল কাদের উজ্জ্বল,ডায়াবেটিস বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল গাদ্দাফী রানা,মেডিসিন বিশেষজ্ঞ হাসান মাহমুদ কাজল,বক্ষব্যাধী বিশেষজ্ঞ সৈয়দ জিজি কাদরী প্রমুখ।