যশোর ও ঝিকরগাছায় বিএনপির যৌথ সভা

0

স্টাফ রিপোর্টার॥ বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় তারুণ্যের রোড মার্চ অনুষ্ঠিত হবে। রোড মার্চ সফল করার লক্ষ্যে যশোর নগর বিএনপি যৌথ সভা করেছে।  মঙ্গলবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। একই স্থানে বিকেলে জেলা যুবদলও রোড মার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করে।
নগর বিএনপির যৌথ সভায় দলের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুগ্ম সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন প্রমুখ।
জেলা যুবদলের প্রস্তুতি সভায় দলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সহ সভাপতি আমিনুর রহমান মধু, সাইদুর রহমান বিপুল, যুগ্মসম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ।
অপরদিকে তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) থেকে জানান, আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ সফল করতে যশোরের ঝিকরগাছায় বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমিন সুজন, হুমায়ুন কবির, ইউনিয়ন বিএনপি নেতা কাজী আব্দুস সাত্তার, মাস্টার ফয়জুর রহমান, খাইরুজ্জামান মিনু, আশরাফুজ্জান আশা, আলহাজ্ব মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, জামির হোসেন, আয়ুব হোসেন, আবুল খায়ের, ওহিদুজ্জামান লিটু, আব্দুর রহমান আব্দার, সামছুজ্জামান খান সোহেল, মহিলাদল নেত্রী নাহিদ আক্তার, কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা প্রমুখ।