কেশবপুরে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)॥ আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ সফলে সোমবার সকালে কেশবপুর থানা ও পৌর বিএনপির যৌথ  সভা অনুষ্ঠিত হয়েছে।
থানা বিএনপি আহবায়ক মশিউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।
বক্তব্য দেন বিএনপি নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান,কুতুবউদ্দিন বিশ্বাস, হুমায়ুন কবীর সুমন, যুবদলের জাহাঙ্গীর কবির মিন্টু, আলমগীর হোসেন, গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল আলম বুলবুল, বাবুলরানা, থানা ছাত্র দলের আহ্বায়ক আজিজুর রহমান প্রমুখ।