যশোরে অস্ত্র ও মাদকসহ ৭ মামলার আসামি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া পূর্বপাড়ায় মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ৭ মামলার আসামি জসিম উদ্দীনকে (৪৪) অস্ত্র ও মাদকসহ আটক করেছেন র‌্যাব সদস্যরা। তিনি কেফায়েতনগর গ্রামের ইকরামুলের ছেলে।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহিদিয়া পূর্বপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২৯ পুরিয়া গাঁজাসহ জসিম উদ্দীনকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে জসিম উদ্দীন স্বীকার করেন, তার হেফাজতে অস্ত্র আছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাহিদিয়া পূর্বপাড়ার নিজ বাড়ির সামনে রাখা বালির ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১টি ওয়ান শ্যুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, আটক জসিম উদ্দীনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে ১টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬টি মামলা রয়েছে।