যশোরে জাল নোটের মামলায় ১ ব্যক্তির ৫ বছর কারাদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সাড়ে ৮ হাজার টাকার জাল নোটসহ আটকের ১১ বছর পর বুধবার মামলার রায়ে জিল্লুর রহমান জীবন নামে এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর রহমান ওরফে জীবন যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার আব্দুল মজিদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম খান গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে জীবনকে আটক করেন। পরে তার কাছ থেকে ১ হাজার টাকার ৮টি এবং ৫শ টাকার ১টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন এসআই শরিফুল ইসলাম খান। এ মামলায় আসামি জীবনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।