ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলে শিক্ষার্থীকে জুতোপেটার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন আকিজ কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পায়ের জুতা দিয়ে পেটানোর অভিযোগ করা হয়েছে এক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার বিদ্যালয়ের নতুন ভবনের দুই তলায় নবম শ্রেণির মানবিক বিভাগের ইংরেজি ক্লাসে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, শিক্ষক মাহাদী হাসান নবম শ্রেণির মানবিক বিভাগে ইংরেজি ক্লাস নিচ্ছিলেন। এসময় কয়েকজন ছাত্র হাসাহাসি করছিল। তখন শিক্ষক মাহাদী হাসান নিজের পায়ের জুতো খুলে ছাত্র সেজোয়ান হোসেন শিহাবকে বেদম মারপিট করেন। একই সাথে ছাত্র শিহাবকে লাথি মারতে মারতে ক্লাস রুম থেকে বের বের করে দেন। এ অবস্থায় সোহেল রানা নামে অপর এক শিক্ষক এসে তাকে বাধা দেন। এ ঘটনার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার পর নামাজ পড়ার কথা বলে গা ঢাকা দিয়েছেন শিক্ষক মাহাদী হাসান।
ছাত্র সেজোয়ান হোসেন শিহাবের পিতা কামাল হোসেন বলেন, তার ছেলেকে বিনাকারণে আকিজ স্কুলের শিক্ষক মাহাদী হাসান জুতোপেটাসহ লাথি মেরে আহত করেছেন। বিষয়টি তাৎক্ষণিক তিনি স্কুলের অধ্যক্ষ এনামুল কাদীর শামীমকে জানিয়েছেন। বিকেলে অধ্যক্ষসহ বেশ কয়েকজন তার কাছে এসেছিলেন। বৃহস্পতিবার (আজ) স্কুলে বসাবসি করতে চান তারা। এছাড়া অভিযুক্ত শিক্ষক তার মোবাইলে ফোন দিয়ে ভুল শিকার করতে চাইছেন। কিন্তু তিনি ফোন কেটে দিয়েছেন বলেও জানান।
বিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল কাদীর শামীম বলেন, বিষয়টি অনাকাঙ্খিত। ইতোমধ্যে ঘটনাটি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। বৃহস্পতিবার জরুরি মিটিংয়ের মাধ্যমে সেজোয়ান হোসেন শিহাবকে মারপিটের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।