যশোরে ব্যাটারি চালিত ইজিবাইক ও রিকশাচালকদের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ ‘কোনো কারণ ছাড়াই’ ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা থেকে মোটর খুলে নেয়ার প্রতিবাদে বুধবার প্রেসক্লাব যশোরের সামনে কয়েকশ রিকশা ও ইজিবাইক চালক মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারে ঘণ্টাব্যাপী মানবন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে অবিলম্বে জব্দ হওয়া মোটর ফেরতসহ লাইসেন্স না দিলে আগামী সপ্তাহ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে হুশিযারি দেন শ্রমিকরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ব্যাটারিচালিত ভ্যান- অটোরিকশা -ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ ফুলু, শ্রমিক নেতা ইব্রাহিম খলিল প্রমুখ। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন যদি অবৈধ হবে তাহলে কেনো এটিকে দেশে আমদানির সুযোগ দেয়া হলো। যশোর পৌরসভা নির্দিষ্ট হারে লাইসেন্সের জন্যে টাকা নেয়ার পর এখন আবার বন্ধ করতে অভিযান চালানো হচ্ছে। হাজার হাজার বেকার মানুষের পেটে লাথি মারা হচ্ছে। বক্তারা অবিলম্বে বিআরটিএ থেকে লাইসেন্স প্রদান করে এসব যানবাহন সড়কে চলাচলের ব্যবস্থা করার দাবি তুলেন। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তায় এসব যানবাহন বন্ধ করা যাবেনা বলে তারা জানান।
মানববন্ধন থেকে বলা হয়, প্রশাসনের লোকজন বিভিন্ন সময়ে মামলা দিয়ে হয়রানি করে। অনেক পঙ্গু মানুষ ভিক্ষা না করে অটোরিকশা চালান। তাদের আয় রোজগার বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অথচ এসব বিষয়ে বিন্দুমাত্র মানবিক হচ্ছে না পৌর প্রশাসন। মানববন্ধন থেকে অবিলম্বে ব্যাটারিচালিত ইজিবাইক-রিকশাকে লাইসেন্স প্রদানের মাধ্যমে সড়কে চলাচলের অনুমতি দেয়ার দাবি জানান। অন্যথায় আগামী দু-একদিনের মধ্যে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়।
মানববন্ধন শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহকারে শহরে প্রবেশ করে। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।