নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারও বিএনপি ক্ষমতায় আসবে : হেলিন জেরিন খান

0

বাগেরহাট সংবাদদাত॥ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, অবৈধ সরকারের পদত্যাগই জাতীয়তাবাদী শক্তির একমাত্র দাবি। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। সেই আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা। সরকারের পদত্যাগের পরে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নেতা খোন্দকার ফারহানা আতিকা, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ দলীয় নেতৃবৃন্দ।
বাগেরহাট জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা মহিলাদলের সাবেক সভাপতি তৌফিকা কালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার প্রমুখ।